মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।  যশোরের মনিরামপুরে ইয়াবা সহ আজিজুর রহমান (৪০) নামক এক মাদক কারবারী কে আটক করেছে পুলিশ। আটক আজিজুর রহমান উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কাড়িয়াড়া গ্রামের মৃত-আব্দুর রহিম বক্সের ছেলে।

সোমবার (১৩ অক্টোবর)  রাতে নেহালপুর ফাঁড়ির পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। নেহালপুর পুলিশ ফাঁড়ির টু আইসি শাহাজাহান বিশ্বাস জানান, সোমবার রাতে গোপন সংবাদ পায় মাদক কারবারী আজিজুর তার নিজ বাড়িতে ইয়াবা কারবার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তার শরীর তল্লাসী করে ২০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। ধৃত আজিজুরকে মঙ্গলবার সকালে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version