আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের “বীর” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সাতক্ষীরার ‘জুলাই যোদ্ধারা’ এই স্মারকলিপি দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মো. আবু হাসান, রাকিবুল ইসলাম, আবু বক্কার, আব্দুল আল ফারুক, রাশেদ, মুনিয়াসহ আরও অনেকে।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁদের “জুলাই শহীদ” (জাতীয় বীর) ও “জুলাই যোদ্ধা” (আহত ও সংগ্রামী নাগরিক) হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

এতে আরও দাবি জানানো হয়- আহতদের আইনি সুরক্ষা, চিকিৎসা সহায়তা, পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করতে হবে। পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারকে আজীবন সম্মান, আবাসন ও আর্থিক নিরাপত্তা দিতে হবে।

স্মারকলিপিতে সত্য ও ন্যায় কমিশন গঠন, শহীদ পরিবার ও আহতদের জন্য কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা এবং প্রতিবছর “জুলাই গণতন্ত্র দিবস” রাষ্ট্রীয়ভাবে পালনেরও দাবি জানানো হয়।

প্রস্তাবনায় বলা হয়, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, আহতদের স্বপ্ন পূর্ণতা পাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ন্যায়, মানবতা ও গণতন্ত্রের ভিত্তিতে।

সাতক্ষীরা জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন, এবং দাবিগুলো সরকারের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version