রাঙা প্রভাত ডেস্ক।। জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ চাম্পাফুল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের আহবায়ক মোঃ আব্দুল লতিফ মোড়লকে বিএনপিতে যোগদান করে সভাপতি পদে নির্বাচন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বেলা ৩ টায় উজিরপুর বাজারে চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
৩নং চাম্পাফুল ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন, প্রায় ৩৩ বছরের বিএনপির পরীক্ষিত নেতা, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আবু বক্কর ছিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাম্পাফুল ওয়ার্ড বিএনপি সভাপতি গোলাম ফারুক, সাংবাদিক আঃ বারী, ইউনিয়ন যুবদল সভাপতি ওমর ফারুক, সাবেক সিঃ যুগ্ম আগবায়ক বাবু আহমেদ, বিএনপির সাবেক সভিপতি গোলাম ফারুক, স্বেচ্ছাসেবক দল সভাপতি আঃ খালেক, ছাত্রদলের সাবেক সেক্রেটারী তারিক, শ্রমিক দল সভাপতি আঃ গফুর গাজী, সেক্রেটারী জহুরুল মিস্ত্রী, ওয়ার্ড বিএনপি সভাপতি বাবুল গাজী উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, আঃ লতিফ মোড়ল আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কালিগঞ্জ উপজেলা আহবায়ক। তিনি আওয়ামী সন্ত্রাসী, বিএরপির শত্রু। তিনি নির্দ্ধারিত সময় ৩-৫ টা পর্যন্ত নমিনেশন পত্র উত্তোলন করেননি। তার নাম তালিকায় না থাকলেও ভোটার তালিকায় কিভাবে আসলো? আবু বক্কর সিদ্দিকের বিকল্প চাম্পাফুলে নেই। অথচ সভাপতি পদে মুক্তিযোদ্ধা লীগের সভাপতিকে নির্বাচনের সুযোগ করে দেয়া হলো! ভাবতে অবাক লাগে। জেলা রেতৃবৃন্দকে বিষয়টি জানান হয়। কিন্তু ব্যবস্থা নেয়নি। ৩ দিনের মাথায় তপশীল ঘোষণা করা হলে আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে যাই, কিভাবে আওয়ামীলীগ নেতা বিএনপিতে প্রবেশ করে জেলা নেতৃবৃন্দের কাছে জানতে চান। কথা বলেন, কিন্তু জেলা নেতৃবৃন্দ ন্যায্যতাকে উপেক্ষা করে সম্মেলনের ব্যবস্থা করেন। আমরা স্কাইফের মাধ্যমে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কাহজপত্র পাঠিয়েছি। আমরা অবৈধ পন্থায় অনুপ্রবেশকারী লতিফ মোড়লকে বাদ রাখা হয়েছে, এমন বিশ্বাসে নমিনেশন পত্র কিনি, কিন্তু জমা দেয়নি। ব্যালট পেপারে তার নাম দেখে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছি। আরও আশ্চার্যের বিষয় হলো, বর্ষিয়ান নেতা আবু বক্কর সিদ্দিক নমিনেশর পত্র জমা না দিলেও অবৈধ নির্বাচনের ব্যালটে তার নামও রাখা হয়েছে। এতেও প্রমানিত হয় কতটা অনিয়ম করা হয়েছে। বক্তাগণ বলেন, আমরা বিতর্কিত ব্যক্তির নাম বাদ দেয়া, অবৈধ ভোট বর্জনের পরও নির্বাচন পরিচালনা করে জয়ী দেখানো হলে তা বাতিল ঘোষনা করার দাবী জানাচ্ছি। অবিলম্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ও মানবনন্ধন করা হয়।
[11/10, 9:17 pm] +880 1714-353461: আশাশুনির শ্রীউলায় ফ্রি মেডিকেল
ক্যাম্প পরিচালনা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার শ্রীউলায় বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।
শ্রীউলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সাতক্ষীরা কদমতলাস্থ গ্রামীণ চক্ষু হাসপাতাল এর ব্যবস্থাপনায় আয়োজিত চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে উপজেলা জামায়াত আমীর ও আশাশুনি সদর ইউপির জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের উপজেলা নায়েবে আমীর নূরুল আফসার মুরতাজা, ইউপি সদস্য ইয়াছিন আলী, মাড়িয়ালা হাই স্কুলের সভাপতি নজরুল ইসলাম, প্রধান শিক্ষক আবু সাইদ। অনুষ্ঠান পরিচালনা করেন, যুব জামায়াত সেক্রেটারী নজরুল ইসলাম। চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন, ডাঃ সোহানুর রহমান। সহযোগিতা করেন, তপন কুমার সরকার, হোসেন আলী, রাসেদুজ্জামান, আজিজুল হক, হুমায়রা খাতুন, ছায়রা খাতুন প্রমুখ। ক্যাম্পে ৪ শতাধিক রোগিদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ফ্রি ঔষধ প্রদান করা হয়, চক্ষু অপারেশন উপযোগি রোগিদের নির্বাচিত করে হাসপাতালে নেয়া হবে।
[12/10, 3:29 pm] +880 1714-353461: আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে আশাশুনি সদর ইউনিয়নে পরিষদে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। লিলেয়ানা ফন্ডস, নেদারল্যান্ডসের অর্থায়নে, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর আয়োজনে দিনব্যাপী ক্যাম্পে ৫০ জন রোগি দেখা হয়। আশাশুনি সদর ইউনিয়নে আরও ৩টি ক্যাম্প পরিচালনা করা হবে এবং আশাশুনি সদর, শোভনালী ও বুধহাটা ইউনিয়নে মোট ১২ টি ক্যাম্পে ৬০০ রোগি দেখা হবে। জাতীয় প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এস এম হাবিবুর রহমান প্রতিবন্ধী শিশু ও যুবদের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করে উপযুক্ত পুনর্বাসন ও চিকিৎসা প্রদান করেন। স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, জি এম মুজিবুর রহমান, এনজিও কর্মী সুব্রত বাছাড় প্রমুখ। সুব্রত বাছাড় তার বক্তব্যে বলেন, ক্যাম্পের মাধ্যমে উপজেলার দুইশত প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক চিকিৎসা, থেরাপি ও সমাজে অন্তর্ভুক্তির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।