জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  সাতক্ষীরা-৩ (আশাশুনি) আসনের সাবেক এমপি এড. সালাহ উদ্দীনের স্ত্রীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত্র ১০.৩০ টার জানাযা নামাজ শেষে মরহুমাকে দাফন করা হয়।

সাবেক এমপি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা প্রবীন আইনজীবি এড স ম সালাহ উদ্দীনের স্ত্রী এড শাকিলা খানম বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। বৃহস্পতিবার রাত্র ১০.৩০ টায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন, মাওঃ মোনায়েম হোসেন। এসময় সাবেক এমপি এড. স ম সালাহ উদ্দীন, এড এবিএম সেলিম, এড বাপ্পী, এড নূরুল আমিন, এড আঃ সোবহান মুকুল, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version