জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার ১৮টি প্রতিষ্ঠানে সদ্য ঘোষিত উচ্চ মাধ্যমিক, আলিম ও বিএম পরীক্ষায় ১১১৮ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ২০২১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯০৩ জন ফেল করেছে। এ+ পেয়েছে ৪৭ জন। যার মধ্যে ১০ কলেজ থেকে ১৬৮৩ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৮১৫ জন, ফেল করেছে ৮৬৮ জন ও এ+ ২৮ জন। আলিম পরীক্ষায় ৮ মাদ্রাসা থেকে ২৮২ জন অংশ নিয়ে পাশ করেছে ২৫৬ জন, ফেল ২৬ জন, এ+ ১৯ জন। বিএম শাখায় দু’টি প্রতিষ্ঠান হতে ৫৬ জন অংশ নিয়ে পাশ করেছে ৪৭ জন ও ফেল করেছে ৪৭ জন। প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফলঃ

আশাশুনি সরকারি কলেজঃ মোট পরীক্ষার্থী ৩৮২, পাশ ২৩২, ফেল ১৫০, এ+ ১, পাশের হার ৬০.৭৩%।

আশাশুনি মহিলা কলেজঃ পরীক্ষার্থী ৪৪, পাশ ৩৫,  ফেল ৯, পাশের হার ৭৯.৫৪%।

আনুলিয়া প্রতাপনগর শ্রীউলা ডিগ্রী কলেজঃ

পরীক্ষার্থী ১৯২, পাশ ১০৪, ফেল ৮৮, এ+৩, পাশের হার ৫৪.০০%।

হাজী জালাল উদ্দীন আদর্শ কলেজঃ পরীক্ষার্থী ৮০, পাশ ৬৯, ফেল ১১, এ+ ২, পাশের হার ৮৬,২৫%।

মৌলভী আব্দুল লতিফ কলেজঃ পরীক্ষার্থী ১৮৮, পাশ ৫৭, ফেল ১৩১, পাশের হার ৩০.৩২%।

বুধহাটা মহিলা কলেজঃ পরীক্ষার্থী ০২, পাশ ১, ফেল ১, পাশের হার ৫০.০০%।

সুন্দরবন টেকনিকাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজঃ পরীক্ষার্থী ১৭, পাশ ১১, ফেল ৬, পাশের হার ৬৪,৭০%।

বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলঃ পরীক্ষার্থী ৯১, পাশ ৬৯, ফেল ২২, এ+ ১, পাশের হার ৭৫.৮২%।

দরগাহপুর শ্রীধরপুর খাসবাগান রামনগর স্কুল এন্ড কলেজঃ পরীক্ষার্থী ৪৫৬, পাশ ১৭৪, ফেল ২৮২, এ+ ১০, শতকরা হার ৩৮.১৬%।

বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলঃ

পরীক্ষার্থী ২৩১, পাশ ৬৩, ফেল ১৬৮, এ+১, পাশের হার ২৭.২৭%।

আলিম পরীক্ষা ঃ

গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদ্রাসাঃ পরীক্ষার্থঅ ৯০, পাশ ৮৯, ফেল ০১, এ+ ৫, পাশের হার ৯৮.৮৮%।

প্রতাপনগর আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসাঃ পরীক্ষার্থী ৫৪, পাশ ৪৩, ফেল ১১, এ+ ১, পাশের হার ৭৯.৬৩%।

মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসাঃ পরীক্ষার্থী ১৭, পাশ ১৩, ফেল ৪, পাশের হার ৭৬.৪৭%।

কলিমাখালী ফাজিল মাদ্‌রাসাঃ পরীক্ষার্থী ২৯, পাশ ২৭, ফেল ০২, পাশের হার ৯৩.১০%।

গাজীপুর কুড়িগ্রাম আলিম মাদরাসাঃ পরীক্ষার্থী ৩০, পাশ ২৬, ফেল ০৪, এ+১, পাশের হার ৮৬.৬৭%।

প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদরাসাঃ পরীক্ষার্থী ২১, পাশ ২১, এ+ ৯, পাশের হার ১০০%।

বড়দল দারুস হুন্নাহ আলিম মাদ্রাসাঃ পরীক্ষার্থী ১৯, পাশ ১৫, ফেল ৪, পাশের হার ৭৮.৯৫%।

দরগাহপুর সিদ্দিকিয়া আলিম মাদ্‌রাসাঃ পরীক্ষার্থী ২২, পাশ ২২, এ+২, পাশের হার ১০০%।

বি.এম শাখা ঃআশাশুনি সরকারি কলেজঃ পরীক্ষার্থী ৪০, পাশ ৩৩, ফেল ০৭, পাশের হার ৮২.০৫%।

হাজী জালাল উদ্দীন আমর্শ কলেজঃ পরীক্শার্থী ১৬, পাশ ১৪, ফেল ২, পাশের হার ৮৭.০৫%।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version