রাঙা প্রভাত ডেস্ক।। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল সংলগ্ন উড়ালপথের একটি পিলার থেকে ভারী বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
জানা গেছে, মেট্রোরেল লাইনের নিচের উড়ালপথে স্থাপিত প্রতিটি পিলারের সঙ্গে ভারসম্য রক্ষায় ব্যবহৃত হয় রাবারের বিয়ারিং প্যাড। এগুলোর প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এরই একটি প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে মারাত্মকভাবে আহত করে ওই পথচারীকে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে বিয়ারিং প্যাডটি খুলে পড়ল, তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। তদন্তের আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ।
দুর্ঘটনার কারণে মেট্রোরেল কর্তৃপক্ষের তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা গেছে।


