রফিকুল ইসলাম রনি।।  হরেক সাজের পোশাকে মাঝি-মাল্লাদের সমবেত কণ্ঠের ‘হেইয়ো হেইয়ো’ শুর ও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দের মধ্য দিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার  ( ৩০ অক্টোবর ) বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরের মধ্য দিয়ে প্রবাহিত সন্ধ্যা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ নৌকা বাইচ উৎসবের উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।

এ সময় নৌকা বাইচ দেখতে নদীর দু,পাড়ে হাজারও মানুষের ঢল নেমেছে। দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে আসতে থাকে দর্শনার্থীরা। অনেকে পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে নৌকা বাইচ উপভোগ করতে এসেছেন।

সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকার বাড়িগুলোতে জামাই-মেয়ে ও আত্মীয়-স্বজনরা নৌকাবাইচ উৎসব উপভোগ করতে এসেছেন, এযেনো মিলন মেলায় পরিণিত হয়। ওই এলাকার  বৌ-ঝিয়েরা বাড়ির  কাজ শেষ করে নদীর পাড়ে জমে বসেছেন। নদীটির তীরে আনন্দ ও উল্লাসে মেতে উঠেন তরুণ ও তরুণীরা।

এ নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করেন উজিরপুর উপজেলা প্রশাসন। এ নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৬টি নৌকা অংশ নেয়। বিজয়ীদের টিভি পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজার নেতৃত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন, জনশিক্ষার পরিচালক আসমা ফেরদৌস। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন  শেরে বাংলা নামক নৌকার দল ও দ্বিতীয় স্থান অর্জন করেন জুলাই যোদ্ধা নৌকার দল।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version