রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— রিয়াদ (২৮), মেহেদী হাসান বাবু ওরফে পেপার বাবু (৩১), মোবারক (২৩), মনির (২৬), আসমা (২২), নুরুল আমিন (৬৫), কিরন (৩৫), হৃদয় (৩৩), সোহাগ গাজী (৩০), সবুজ (৩৮), মফিজুল (৩০), গোলাপি ওরফে সুজন (৩৬), মনির (৩৮) ও রনি (২৭)।

বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, শনিবার (১ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দ্রুত বিচার, চুরি, নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত এবং ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version