মির্জাপুর খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি এর জীবনে আবারও নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার বিহারের গোপালগঞ্জে তার পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মা হেমবন্তীদেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। খবর ইন্ডিয়া টিভির।

ত্রিপাঠী পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পঙ্কজ ত্রিপাঠীর মা হেমবন্তীদেবী শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী আগেই গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। একেবারে শেষ মুহূর্তেও তিনি মায়ের পাশে ছিলেন।

শনিবার বেলসান্দেতে প্রয়াত হেমবন্তীদেবীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব এতে উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

পঙ্কজ ত্রিপাঠীর জীবনে তার মা ছিলেন এক বড় অনুপ্রেরণার উৎস। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বলেছেন, তার বর্তমান অবস্থানের জন্য তিনি মায়ের কাছে চিরকৃতজ্ঞ।

 

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version