রফিকুল ইসলাম রনি ।। আওয়ামী লীগের ডাকা লকডাউনে রাজধানীতে দূরপাল্লার কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। অনেকটাই মহাসড়কে গণপরিবহন শূন্য। অপরদিকে অন্যান্য দিনের চেয়ে যাত্রীর সংখ্যাও কম দেখা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে গুলিস্তান কাপ্তা বাজার ও সায়দাবাদ এলাকায় গিয়ে মানচিত্র চোখে পড়ে।
জানা গেছে, পূর্বের ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের বৃহস্পতিবার ঢাকা লকডাউনের ডাক দিয়েছে। যার ফলে গত কয়েকদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় জ্বালাও পোরাও এর ঘটনা ঘটেছে। এ নিয়ে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফলে সকাল থেকেই সায়দাবাদ থেকে দূরপাল্লার কোনো গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। ফলে অনেকটাই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এদিকে মহাসড়কে ট্রাক, লড়ি, পিকআপ স্থানীয় গণপরিবহন কম চলতে দেখা যায়। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে।


