মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের কালীগঞ্জ আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও নতুন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আমজাদ আলী ফাইজুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও চুড়ামনকাঠি হাইস্কুলের প্রধান শিক্ষক, যশোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান; পাতিবিলা দাখিল মাদরাসার সুপার মোঃ শহীদুজ্জামান; সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন; শিক্ষানুরাগী আব্দুল কাদের; শোয়াইবনগর কামিল মাদরাসার সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মিঠু; অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোজাম্মেল হক; চাঁদবা সুন্দপুর একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান শাহিন; সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফরুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ—৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত হোসেন ফেলু এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু রউফ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নারী শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে ২০২৪ সাল থেকে বিদ্যালয়টির বড় পরিবর্তন আনা হয়েছে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, ক্যাম্পাস পূর্ণ সংস্কার, শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বেশ কয়েকটি উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এছাড়া ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থীকে নিঃশুল্ক ইউনিফর্ম এবং বিনামূল্যে কোচিং সুবিধা প্রদানের উদ্যোগ ইতোমধ্যে অভিভাবকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এসব উদ্যোগ ভবিষ্যতে এলাকার নারী শিক্ষার চিত্র আরও বদলে দেবে।

