গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে সচেতনতা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বাটাজোর মহিলা কলেজে সভার উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প ম্যানেজার মিঠু মধু, ফিল্ড ফ্যাসিলিটেটর অনিমেষ মধু, সেতু আক্তার ও অ্যাডভোকেসি অফিসার মিশায়েল স্বরুপ রায় প্রমূখ। দিনভর অনুষ্ঠিত সভায় উপজেলার ৭২ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহন করেন। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষার প্রচার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

