গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।।  বরিশালের গৌরনদীতে দুই শতাধিক রোগীকে চারটি টেষ্ট সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর)  দিনব্যাপী সান ফার্মার আয়োজনে উপজেলার এবি সিদ্দিক ডায়াগনিষ্টক সেন্টারে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সান ফার্মার আরএসএম হাবিবুর রহমান জানিয়েছেন, গ্রামের অনেক রোগী আছেন যারা টাকার অভাবে চিকিৎসা কিংবা টেষ্ট করাতে পারেন না। সেই সব দরিদ্র রোগীদের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের মাধ্যমে দেশব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে সান ফার্মা। সেই ধারাবাহিকতায় গৌরনদীতেও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিষ্টার ডা. মাহবুব আলম মির্জার সহযোগিতায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। তিনি আরও বলেন, রোগীদের চারটি করে টেষ্ট দেওয়া হয়েছে। টেষ্টের যাবতীয় খরচ সান ফার্মা বহন করেছে। সান ফার্মার এধরন মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version