শাহজাহান হেলাল, ফরিদপুর প্রতিনিধি।। ফরিদপুরের মধুখালীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত রোগমুক্তি ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি,ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনিরের আয়োজনে – ১ ডিসেম্বর ২০২৫খ্রি. সোমবার রাত ৮টায় তাঁর নিজ বাড়ীতে এ আয়োাজন করেন। উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের নিজ বাড়িতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনায় দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মফিজুর রহমান মুবিন। সভায় মধুখালী উপজেলা বিএনপির সদস্য মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু,গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবিদ মোস্তফা তাজ,আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি মনিরুজ্জামান মাসুদ,ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়ান রহমান নয়ন,মো.নুরইসলাম ও মোঃ দিদারুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মনিরুজ্জামান মনির বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান স্তম্ভ। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। তিনি আরও বলেন,“আমি ব্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে থেকে তাঁর কাছাকাছি থেকে দেখেছি— তিনি একজন অত্যন্ত দেশপ্রেমিক, দূরদর্শী ও মানবিক নেতা। দেশের জন্য তাঁর ত্যাগ ও অবদান প্রজন্মের পর প্র্রজন্ম স্মরণ করবে।গণমাধ্যম কর্মিদের উদ্দেশে তিনি বলেন,“আজ আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন দেশনেত্রীকে দ্রæত সুস্থতা দান করেন এবং আবারো দেশের মানুষের জন্য কাজ করার শক্তি ফিরিয়ে দেন।”
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি,দেশের শান্তি,সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।


