জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। শাশুনি উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার অফিস চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলার সকল ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, সকল পরিবার কল্যান পরিদর্শিকা ও সকল পরিবার কল্যান সহকারী সারাদেশের ন্যায় আশাশুনিতে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করছে। কর্মসূচি চলাকালে এফপিআই আব্দুল্লাহ আল কাফী, এফপিআই মোছাদ্দেক হোসেন, এফপিআই হাবিবুল্লাহ রহমান বক্তব্য রাখেন।


