সুব্রত সরকার,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার মহম্মদপুর উপজেলায় পরিবার পরিকল্পনা মাঠকর্মচারি সমিতির ব্যানারে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV),পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) দের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে ।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি, উপজেলা শাখা মহম্মদপুর,মাগুরার আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে ১ টা পর্যন্ত চার ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে মহম্মদপুর পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি পরিবার পরিকল্পনা পরিদর্শক(FPI) মো: মাহবুব হাসান রাজু,সাধারণ সম্পাদক পরিবার কল্যাণ সহকারি (FWA) মোছাঃ রাবেয়া জাহান সহ সায়মা সুলতানা, মলয় সাহা,মফিদুল ইসলাম, নাদিয়া বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, তাদের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version