কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।কচুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে তারুণ্য উৎসব অনুষ্ঠান । এরই অংশ হিসেবে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দেশের বিভিন্ন স্থানের খেলোয়াড়দের সমন্বয়ে এক ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ ২ নভেম্বর উপজেলা পরিষদের মাঠে এই ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ভলিবল টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার। এই সময় উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম আহমদ, উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও গজালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মোঃ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রাড়িপারা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাসিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও কচুয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মহম্মদ রায়হান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও বাধাল ইউনিয়ন পরিষদের প্রশাসক হাসান ঈমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও মঘিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: আকবর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ধোপাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মানিক অধিকারী, উপজেলা আইসিটি অফিসার ও গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক খান মোয়াশেআর খান মোয়াজ্জেম হোসেন রাসেল,বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস প্রমুখ। খেলায় রাড়িপাড়া ইউনিয়ন একাদশ কচুয়া ইউনিয়ন একাদশকে দুই এক গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং কচুয়া ইউনিয়ন একাদশ রানার আপ হয়। খেলা পরিচালনা করেন দিহিদার মুজিবুর রহমান, নেয়ামুল মোরশেদ নাদিম ও আমিন হাজরা।



