গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জামাইবাজার দুর্গামন্দির প্রাঙ্গণে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পুষ্টিবিষয়ক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫। সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত চলা এই আয়োজনে নানা বয়সের শতাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা নিতে উপস্থিত হন।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে মেডিসিন, চর্মরোগ ও গাইনী বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবায় অংশ নেন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাঃ শেখ মোঃ এরশাদ (মেডিসিন) এবং ডাঃ ফাতেমা তুজ জোহরা (গাইনী)। তাঁরা রোগীদের রোগ নির্ণয়, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন। বিশেষ করে স্থানীয় সুবিধাবঞ্চিত নারী ও প্রবীণ রোগীরা এই ক্যাম্পে এসে উপকৃত হন।

এ স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়ন করে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এবং সার্বিক সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সমৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সেবামূলক উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। উপস্থিত স্থানীয়রা বলেন, দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা নেয়া তাঁদের জন্য কষ্টসাধ্য; এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে গ্রামের মানুষ আরও বেশি উপকৃত হবে।

কর্মসূচির দায়িত্বশীল ব্যক্তিরা জানান, গ্রামীণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং তাদের পুষ্টি ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতন করতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এলাকাবাসী বিজ ও পিকেএসএফকে ধন্যবাদ জানিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ স্বাস্থ্যসেবা তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিনের আলোয় মানুষের ভিড়ে পরিপূর্ণ এই ক্যাম্প এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version