তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলায় মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সহকারী কাস্টমস কমিশনার (অবঃ) আব্দুল্যা আল মাহমুদ সাবু, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, উপজেলা আনসার ভিডিপি ইন্সটেক্টর স্বপন ব্যাপারী, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ সাহাবুদ্দিন বদির। এর আগে উপজেলা পরিষদের চত্ত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, কবুতর উড্ডয়ন এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সংবাদ শিরোনাম
- রোকেয়া দিবসে সাতক্ষীরায় ৫ অদম্য নারী পেলেন “শ্রেষ্ঠ অধম্য নারী সম্মাননা”
- সাতক্ষীরায় জেলা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
- মহম্মদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান
- আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
- তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- কালিয়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের বর্ণাঢ্য র্যালি
- কালিয়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন — উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের বর্ণা
- তেরখাদায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান
বুধবার, ডিসেম্বর ১০ ২০২৫


