জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে শুরুতে জাতীয় পতাকা ও দুদক এর পতাকা উত্তোলন করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু ও দুদক সজেকা খুলনার উপ সহকারী পরিচালক মহসীন আলী। পরে দুর্নীতি বিরোধী ব্যানার নিয়ে র ্যালী ও মানববন্ধন করা হয়। র ্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি দুদক সজেকা খুলনার উপ সহকারী পরিচালক মোঃ মহসীন আলী।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে, সহ সভাপতি রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের  সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসাবে আলোচনা রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদ ও এসআই হাবিবুর রহমান।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version