সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)।। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১টার সময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিনি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান এর সভাপতিত্বে অদম্য ৫ জন নারীদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো::আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মতর্কা মোছাঃ তাহমিনা আফরোজ।এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ অবঃ মোহাঃ মতিউর রহমান,উপজেলা জামায়াতের আমির আওলানা মোহাম্মদ নুর মোহম্মদ,প্রেসক্লাব মহম্মদপুর এর সভাপতি মো: আজিজুর রহমান টুটুল,কাজী সালিমা হক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস এম ইউনুচ আলী,টি এন্ড টি’র সাবেক কর্মকর্তা সমাজসেবক মো: জিয়াউল হক বাচ্চু,ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেশমা খাতুন,একাডেমিক সুপারভাইজার প্রনব কুমার পোদ্দার, তথ্য সেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতু,উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফেরদৌসি আক্তার প্রমূখ।
আলোচনা শেষে ৫ জন অদম্য নারীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মহম্মদপুর ইউনিয়নের রুইজানি গ্রামের বিলতা রানী বিশ্বাস , শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামের মোছাঃ লিপি খাতুন,সমাজ উন্নয়নে অসামান্য ভুমিকা রাখায় মহম্মদপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সুলতানা রউফুন্নাহার , নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের মোছাঃ রিক্তা পারভীন ও সফল জননী নারী বিনোদপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের মোছাঃ আঞ্জুমান আরা বেগম।পাঁচ ক্যাটাগরিতে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা দেওয়ায় তাদের চোঁখেমুখে আনন্দের ঝিলিক লক্ষ্যকরা যায়।



