রাঙা প্রভাত ডেস্কঃ- বরিশালের গৌরনদী উপজেলার বেজহার গ্রামে করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল দশটার দিকে এক সরকারি কর্মচারীর (৫৫) ব্যক্তির মৃত্যু হয়েছে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশে দাফন করা হয়। করোনা পরীক্ষার জন্য শরীরের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ ও মৃতর পরিবারের একাধিক সদস্য জানান, বেজহার গ্রামের বাসিন্দা ও সরকারী কলেজের চতুর্থ শ্রেনীর এক কর্মচারী (৫৫) গত ৫/৬ দিন ধরে সর্দি জ্বর ও শ্বাসকস্টজনিত রোগে ভূগছিলেন। প্রাথমিকভাবে তাকে বাড়ি রেখেই চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল দশটার দিকে করোনার উপসর্গে আক্রান্ত ব্যক্তিমারা যান।
চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ডাঃ সাঈয়্যেদ মোহাম্মসদ আমরুল্লাহ জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, লাশ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।