রাঙা প্রভাত ডেস্কঃ কবে নাগাদ করোনার ভ্যাকসিন বাজারে আসবে ? চাতক পাখির মতো তাকিয়ে বিশ্ববাসী। ছোট্ট একটা ভাইরাসের কাছে সারা বিশ্ব অসহায় । কিন্তু জীবন তো আর থেমে থাকে না। সবকিছুই আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এর মধ্যেই যতটা সতর্ক থাকা যায়।
তবে লিওনেল মেসির মতো সুপারস্টারের সতর্কতা তো আর দশজন মানুষের মতো হবে না। এত এত অর্থসম্পদের মালিক, আর্জেন্টাইন তারকার জীবনযাত্রা একদমই আলাদা। করোনার এই সময়ে যেমন লাখ টাকার তোশক ব্যবহার করছেন বার্সা অধিনায়ক, যে তোশকে আবার আছে করোনা প্রতিরোধী বিশেষ ব্যবস্থা।
হ্যাঁ, স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিশেষভাবে তৈরি করা তোশকে ঘুমাচ্ছেন লিওনেল মেসি। এই তোশক ভাইরাস প্রতিরোধ ও নিষ্ক্রিয় করতে সক্ষম। যার মূল্য ৯০০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ টাকা ৯৯ হাজার ৯৮১ টাকা।
মেসির কেনা তোশকে ভাইরাস প্রতিরোধব্যবস্থার নাম ‘ভাইরাক্লিন’। ঐ তোশক উৎপাদনকারী সংস্থার দাবি, অত্যন্ত সূক্ষ্ম কণা দিয়ে তৈরি সুতা দিয়ে এটা তৈরি, যা সর্বোচ্চ ৪ ঘণ্টার মধ্যে ভাইরাস ধ্বংস করতে সক্ষম।
সে একটি তোশক ব্যাবহার করে তার এই তোশকের ভাইরাস নিষ্ক্রিয় করার ক্ষমতা ৯৯.৮৪ শতাংশ। তোশকটি শুধু কোভিড-১৯ নয়, যে কোনো ভাইরাস ধ্বংস করতে সক্ষম। করোনায় আক্রান্ত কেউ বিশেষ এই তোশকে ঘুমালে এটি কোভিড-১৯ ভাইরাস শরীর থেকে নিশ্চিহ্ন করে ফেলে।
জানা গিয়েছে, উৎপাদন সংস্থার পক্ষ থেকেই অভিনব এই তোশকটি মেসিকে উপহার দেওয়া হয়েছে। আর্জেন্টাইন খুদেরাজ শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারকে করোনাকালে নিরাপদে রাখতে ব্যবহার করছেন এই তোশক। সেই সঙ্গে আর্জেন্টিনা দলের সতীর্থ আগুয়েরোকেও ব্যবহারের পরামর্শ দিয়েছেন।