ঘুম
—–
পলাশ গাছটার দুটি সমান্তরাল শাখায়
দুটি জলঘুঘু নীরবে চোখাচোখি করছে !
দুটি বাঙ্কারে দুজন শান্তিপ্রিয় সৈনিক
দীর্ঘ শীতের বরফঢাকা ঘুমে আচ্ছন্ন!
টুপটাপ করে ঝরে পড়ছে আড়ষ্ট ফূল!
সৈন্যদের মুখ, বুক, পদযুগল সবকিছু
ধীরে ধীরে ডুবে যাচ্ছে গভীর থেকে গভীরে !
তবুও সৈনিকেরা অবিচ্ছিন্ন ঘুমে লীন হয়ে আছে !
একদিন সমস্ত পৃথিবী ঘুমিয়ে যাবে
যেমন করে উত্তরমেরু ঘুমায় !
একদিন সমস্ত সৈনিকেরা ঘুমিয়ে যাবে
যেমন করে হিরোশিমা ঘূমায় !
আমরা সবাই ঘুমিয়ে যাব যখন
চোখের কোণায় আলো ফুরিয়ে যাবে !