নিজস্ব প্রতিবেদক:- বরিশালের গৌরনদী উপজেলার উত্তর সরিকল গ্রামের মরহুম খাদেম হোসেন মাষ্টারের ছোট ছেলে সরিকল বাজার ব্যবসায়ী ও বিএনপি নেতা সরদার ইমাম হোসেন অনু হার্টে আ্যাটাক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত্র ১২টা ৪৫ মিনিট সময়ে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিলো ৫৫ বছর। মরহুম মৃত্যু কালে স্ত্রী, তিন পুত্র ভাই-বোন সহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।
বৃস্পতিবার (৬ মে) বিকাল চার ঘটিকার সময়ে মরহুমের জানাজা নামাজ গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। তখন তার জানাজা নামাজে দলবল নির্বিশেষে হাজারো জনতা অংশগ্রহন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, অনলান পোর্টাল দৈনিক রাঙা প্রভাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি রফিকুল ইসলাম রনি, সরিকল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আওলাদ হোসেন সরদার, শহীদ মাতুব্বর প্রমুখ।
তার জানাজা নামাজে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন সরিকল ইউপি পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবা আকন, সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সান্টু, সরিকল ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান মন্নান মৃধা, সরিকল ইউনিয়ন যুবলীগ সভাপতি জানে আলম রাঢ়ী, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন মোল্লা প্রমুখ।
এদিকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে জানাজা নামাজে অংশগ্রহন করেন অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা ও সরিকল ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন হোসেন, সরিকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা, বিএনপির নেতা আনিছ হাওলাদার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা বিপ্লব মুন্সী সহ গৌরনদী উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতারা।
সরিকল বাজার ব্যবসায়ী অন্যান্য দের মধ্যে বাজার কমিটির সাধারন সম্পাদক জাহাঙ্গীর মাতুব্বর, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মৃধা, ইমাম হোসেন, মামুন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন। বাজার ব্যবসায়ী সরদার ইমাম হোসেন অনুর অকাল মৃত্যুর কারনে বাজার কমিটি শ্রদ্ধা সরুপ তাদের দোকান অর্ধেকদিন বন্ধ রাখে। মরহুমেন জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে চিরনিদ্রায় শাহীত করা হয়।