জেষ্ঠ্য প্রতিবেদক:- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমির সকল কলেজ ও হাইস্কুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে করোনা টিকাদান প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুরে হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ওই টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২ টি কলেজ ও ৪ টি হাইস্কুল এবং ২টি মাদ্রাসার শিক্ষার্থীরা এ টিকাদান কর্মসূচীতে অংশগ্রহন করেন।
শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ অফিসার ডাঃ গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এইচ এ বিপুল চন্দ্র দাস, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপি আর) আবু সালেহে মাহামুদ প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ এবায়েদুল হক শাহীন, বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সানাউল হক মিয়া আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সাইদুর রহমান জামাল, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মহিবুল আলম, এস আই আফজাল হোসেন, এস আই সুব্রত পাল সহ বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকগন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের রোগনিয়ন্ত্রণ কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। প্রায় এক হাজার ৫০ জন শিক্ষার্থীদেরকে টিকার আওতায় আনা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে ও হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় টিকাদান কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়।