রাঙা প্রভাত ডেস্ক:- ভারতের কলকাতার নৈহাটিতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার দুপুরে বিস্ফোরণের ব্যাপক আওয়াজে কেঁপে ওঠে পুরো এলাকা।
পুলিশ বলছে, নৈহাটির দেবক গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। তার আঘাত এতটাই বেশি ছিল যে বাড়ির ছাদ পর্যন্ত উড়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাজি কারখানায় কাজ করছিলেন বেশ কয়েকজন। তাদেরকে গুরুতর জখম অবস্থায় ব্য়ারাকপুর এবং নৈহাটির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে হয়।
ব্যারাকপুর কমিশনারেটের যুগ্ম কমিশনার (সদর) ধ্রুবজ্যোতি দে বলেন, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পেয়েছি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজির পাশাপাশি ওই কারখানায় দেশি বোমা বানানো হত। পুলিশেরও সন্দেহ শক্তিশালী কোনো বিস্ফোরক ওই ভবনে রাখা ছিল।