রাঙা প্রভাত ডেস্ক:- টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করল বসুন্ধরা। ৩ জানুয়ারি শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-০ গোলে পরাজিত করেছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। ফাইনালে তারা মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির।
ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন তপু বর্মণ। বখতিয়ারের চমৎকার পাসে বল পেয়ে দ্রæত গতিতে ডি বক্সে প্রবেশ করেন ড্যানিয়েল কলিনড্রেস। তাকে রুখতে না পেরে পিছন থেকে ট্যাকল করেন পুলিশ এফসির ডিফেন্ডার তারা খান। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পাশাপাশি হলুদ কার্ডও দেখান তারাকে।
প্রথমার্ধ এই ব্যবধানেই শেষ হয়। ৪৯ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার আর্থার মুলাদজানভ ও তারা খানকে পরাস্ত করে অনেকটা ড্রিবলিং করে বল নিয়ে ডি বক্সে প্রবেশ করেন কলিনড্রেস। ডান প্রান্ত থেকে তার বুলেটগতির শট রুখতে পারেননি পুলিশ এফসির গোলরক্ষক হিমেল। এরপর ম্যাচের যোগ করা সময়ে ডি বক্সের ভিতর থেকে প্রতিপক্ষের তিন জন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে গোল করেন আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস দেলমন্তে।