বরিশাল অফিস:- জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দর সংলগ্ন দক্ষিণ পাশের্^ বিশ হাজার ভোল্টের বিদ্যুত লাইনের উপর ঝুঁকিপূর্নভাবে ভবন নির্মাণের কাজ অব্যাহত রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বড় কসবা এলাকার হারুন-অর রশিদের পুত্র জাকির বেপারী অতিসম্প্রতি টরকী বন্দরের দক্ষিণ পাশের্^ (বড় কসবা মৌজা) বিল্ডিংয়ের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করেন। এরপর পল্লী বিদ্যুতের বিশ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি ও ক্যাবল ভবনের উপরে রেখেই ঝুঁকিপূর্নভাবে তৃতীয় তলার নির্মান কাজ শুরু করেন। ফলে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে জাকির বেপারী জানান, বৈদ্যুতিক তারের চার ফুট নিচ থেকে শ্রমিকরা কাজ করছেন, এতে কোন সমস্যা হবেনা। তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটি সরানোর জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দার চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।