বরিশাল অফিস:- ভয়ঙ্কর রোগ “গুলেন বারি সিনড্রোম” (এনং) এ আক্রান্ত হয়ে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবছর এসএসসি পরীক্ষা দেওয়া মেধাবী ছাত্র শাকিল মাশরাফি মিতাব। সকল হৃদয়বান ব্যক্তিদের কাছে তার চিকিৎসার জন্য সহায়তার আবেদন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘণ স্ট্যাটাস দিয়েছেন মেধাবী মিতাবের বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধানশিক্ষকসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা।
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধানশিক্ষক মোঃ ইসহাক আলী সরদার তার নিজস্ব ফেসবুকে আইডিতে আবেগঘণ স্ট্যাস্টাসের মাধ্যমে মেধাবী ছাত্র শাকিল মাশরাফি মিতাবের চিকিৎসার জন্য সকলের কাছে হাত পেতেছেন। তিনি বলেন, সিএসপি ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং মেধা তালিকায় উপজেলা র্যাংকিংয়ে তৃতীয়স্থান অধিকার করা মেধাবী ছাত্র শাকিল মাশরাফি মিতাব ভয়ঙ্কর রোগ “গুলেন বারি সিনড্রোম” (এনং) আক্রান্ত হয়েছে। মাহিলাড়া গ্রামের রাজমিস্ত্রি আব্দুল মালেক রাঢ়ীর পুত্র ও মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা মেধাবী ছাত্র শাকিল মাশরাফি মিতাবের দুই হাত ও পা অবস হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, মিতাবকে সুস্থ্য করতে হলে দৈনিক চারটি করে চারদিনে মোট ১৬টি ইনজেকশন দিতে হবে। প্রতিটি ইনজেকশনের মূল্যে ৩২ হাজার টাকা। ব্যয়বহুল এ চিকিৎসা তার (মিতাব) শ্রমজীবি পিতার পক্ষে অসম্ভব হয়ে পরছে। তাই মেধাবী এ ছাত্রের চিকিৎসা সহায়তার জন্য সকল হৃদয়বান ব্যক্তিদের কাছে তিনি (ইসহাক) অনুরোধ জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রণয়কান্তি অধিকারী জানান, মিতাবের চিকিৎসার জন্য বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা কিছু অনুদান প্রদান করেছেন। কিন্তু তার চিকিৎসা ব্যয়বহুল। তিনিও মেধাবী ছাত্র মিতাবের সু-চিকিৎসার জন্য দেশ ও বিদেশের সকল হৃদয়বান ব্যক্তি, সমাজের মহানুভব ব্যক্তি এবং বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর জন্য মিতাবের মায়ের ব্যক্তিগত বিকাশ নাম্বার ০১৭৫৩-৭৩৬৮৭৬। অথবা মেধাবী ছাত্র মিতাবের মামা আবুল কালাম আজাদের হিসাব নাম্বার-১০৭৩০০১৬১১৫৪৫, ন্যাশনাল ব্যাংক, ওয়েষ্ট ধানমন্ডি শাখা, ঢাকা।