বরিশাল অফিস :- নগরীতে অবস্থিত বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে মাদক বিক্রিকালে ছবি তোলায় এক সংবাদকর্মীকে অমানুষিক নির্যাতন করে ক্যামেরা ভাংচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া এবং ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক আটকের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত অতিরিক্ত পরিচালকসহ ২৫ কর্মকর্তা ও কর্মচারীকে বরিশাল কার্যালয় থেকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক মোহাম্মদ মামুন স্বাক্ষরিত একপত্রে জেলার ২৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে একযোগে বদলী করা হয়। এদের মধ্যে দুইজন পরিদর্শক, চারজন উপ-পরিদর্শক, চারজন সহকারী পরিদর্শক, একজন উপ-সহকারী পরিদর্শক, ছয়জন সিপাহী, একজন হিসাবরক্ষক, দুইজন গাড়ি চালক, দুইজন অফিস সহকারী, একজন অফিস সহায়ক ও একজন ওয়ালেস অপারেটর রয়েছে।