নিজস্ব প্রতিবেদক:- অপ্রয়োজনে বাহিরে বের হওয়ার কারণে করোনা ভাইরাস সম্পর্কে দুই মিনিট বক্তৃতা দিতে হলো এক যুবককে। সেই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে রেহাই পান তিনি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে জেলার বাবুগঞ্জ সদরের বাজারে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন, ঘর থেকে সাধারণ মানুষকে বিনাপ্রয়োজনে বের হওয়ারোধে প্রচারণার পাশাপাশি নানাভাবে আমরা কাজ করছি। যেমন বাবুগঞ্জ বাজারে একজন মোটরসাইকেল আরোহীকে বাইরে আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। তখন তাকে শাস্তি স্বরূপ উপস্থিত সবার উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে দুই মিনিট বক্তৃতা দিতে বলা হয়। তিনি খুব সুন্দরভাবে করোনা ভাইরাসের উৎপত্তি, বিস্তার ও প্রতিরোধের উপায় বণর্না করেন এবং পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।