রাঙা প্রভাত ডেস্ক :- রাজধানীতে জরুরি সেবার ব্যানার লাগিয়ে ব্যক্তিগত গাড়ি চলাচল করছে বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।
নিজের ফেসবুক পেজে সারোয়ার আলম বলেন, কোনো প্রয়োজন ছাড়া বের হওয়াকে আড়াল করতে কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে জরুরি সেবার ভুয়া ব্যানার বা স্টিকার লাগাচ্ছেন। বুধবার পুরান ঢাকার চাঁনখারপুল এলাকায় অভিযানের সময় ‘জরুরি ঔষধ সরবরাহ’ ব্যনার লাগানো একটি গাড়ি থামালে বের হয়ে আসে আসল পরিচয়। জানা যায় সেটি একটি ব্যক্তিগত গাড়ি। পুলিশের ঝামেলা এড়াতে বেছে নিয়েছেন এই অভিনব পদ্ধতি।
সারোয়ার আলম জানান, ভ্রাম্যমাণ আদালতে রাজধানীর পুরান ঢাকার চাঁনখারপুল ও বকশী বাজারএলাকায় অহেতুক ঘোরাফেরা করা এবং লকডাউন ভেঙে নারায়ণগঞ্জ থেকে গাড়ি নিয়ে ঢাকায় আসায় ১৪ জনকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দ করা হয় তিনটি গাড়ি। র্যাব-১০ এ অভিযান পরিচালনা করে।