জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। রূপান্তরের আয়োজনে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা, মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য কর্ণার ও প্রবাসী কল্যাণ ডেক্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি তথ্য কর্ণার ও প্রবাসী কল্যাণ ডেক্স উদ্বোধন করেন। জেলা সিটিআইপি সদস্য সোহেল আহমেদের পরিচালনায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব খান আহাদুর রহমান। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ইমাম, সাংবাদিক, সিটিআইপি ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা বিদেশে যাবে তারা প্রয়োজনীয় কাজ ও কাগজপত্র সম্পর্কে জেনে বুঝে ও প্রশিক্ষণ নিয়ে দক্ষভাবে গড়ে উঠে যাবেন। তিনি প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া আগামী দুই মাসের কার্যক্রম, মানব পাচার রোধে কমিউনিটিতে আমাদের করনীয় এবং জনসচেতনতা মূলক সভা সেমিনারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবপাচার রোধ খাতে বরাদ্ধকৃত বাজেট ব্যাবহার করার জন্য একটি পরিকল্পনা করা হয়। অনুষ্ঠানে রূপান্তরের প্রতিনিধি ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রম পরিচালনা করছে।