মানিক ঘোষ, ঝিনাইদহ  প্রতিনিধি।। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সার্বজনীন কালিবাড়ি পূজা মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মন্দির প্রঙ্গনে প্রায় দেড় শত দরিদ্র হিন্দু নারী-পুরুষের হাতে নতুন শাড়ি ও কাপড় তুলে দেওয়া হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বে”ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেনÑআমরা কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নই, আমরা সবাই গর্বিত বাংলাদেশী। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও এ আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে উপভোগ করি। হিন্দু-মুসলিমের এই সম্প্রীতির বন্ধন নিয়েই আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই।”

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সার্বজনীন কালিবাড়ি পূজা মন্দিরের সহ-সভাপতি দেবপ্রসাদ মিত্র, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ, সাবেক সাধারণ সম্পাদক শশাঙ্ক ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক শিবপদ বিশ্বাস, উপদেষ্টা সৌমেন দাস, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, কল্যাণ ফ্রন্টের নিখিল শাহা, সমর মুখার্জী, বিপ্লব মিত্র, অসীম দাসসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজাকে কেন্দ্র করে গ্রাম-শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়লেও অসহায় মানুষের কষ্টও বাস্তব। তাই সামাজিক ও রাজনৈতিক সব শক্তিকেই দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version