তেরখাদা প্রতিনিধিঃ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। 

এরই ধারাবাহিকতায় গতকাল  বৃহস্পতিবার (০৯-১০-২০২৫) রাত ২৩৫০ ঘটিকায় খুলনা জেলাস্থ কয়রা  উপজেলার ৫ ও ৬ নং লঞ্চঘাট তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। উক্ত অভিযানকালে কয়রার বাসিন্দা মোঃ সেলিম হাওলাদার এর বাড়ির ফ্রিজের ভিতর থেকে *৪৪ (চুয়াল্লিশ) কেজি হরিণের মাংস* উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত হরিণের মাংসসহ আসামিকে কয়রা থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে কয়রা  থানার পুলিরশ সদস্য অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version