তেরখাদা প্রতিনিধিঃ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তেরখাদা এর আয়োজনে ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার। উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হোসেন, থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) এস এ আনোয়ার-উল কুদ্দুস, উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈদ মল্লিক, উপজেলা আনসার ভিডিপি অফিসার স্বপন ব্যাপারী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শেখ আরিফুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, প্রধান শিক্ষক তরফদার মিরাজ হোসেন। সভায় এছাড়াও অন্যান্য দপ্তরের অফিসার ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংবাদ শিরোনাম
- ৭১ সালের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির
- সাগর থেকে ফের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক ;পাঠানো হবে আদালতে
- শরণখোলায় মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ভাইয়ের কপালে দিলাম ফোঁটা” — ভাইফোঁটা উৎসবে রিককে ফোঁটা দিল বোন অনিন্দিতা
- তথ্য অধিকার আইনে সচেতনতা গড়ে তুলতে সনাক ইয়েস গ্রুপের কর্মসূচি
- সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষার দাবিতে মানববন্ধন
- ধানের শীষে ভোট চেয়ে তৃণমূলের জনতার মাঝে হামিদুল ইসলাম হামিদ
- আশাশুনিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
শুক্রবার, অক্টোবর ২৪ ২০২৫