জুয়েল হৃদয়, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:।। বাগেরহাটের শরণখোলায় মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর এলাকায় এই ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস চিকিৎসক ডা. আবু সালেহ আল মামুন বিভিন্ন রোগীর চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
স্থানীয় এলাকাবাসীরা জানান, গ্রামের প্রান্তিক ও অসহায় মানুষদের পক্ষে শহরে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া কষ্টসাধ্য। কিন্তু মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টারের এই উদ্যোগে তাদের দোরগোড়ায় পৌঁছে গেলো বিনামূল্যের স্বাস্থ্যসেবা।

একজন উপকারভোগী বলেন—
“আমরা খুলনায় গিয়ে অনেক টাকা খরচ করে ডাক্তার দেখাতে পারি না। আজ আমাদের গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে খুলনার ডাক্তার পেয়ে আমরা অনেক উপকার পাচ্ছি। আয়োজকদের প্রতি আমরা কৃতজ্ঞ।”আয়োজকরা জানান, মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।

তাদের এই মানবসেবামূলক উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসা ও ভালোবাসা অর্জন করেছে।
মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টারের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version