মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। বঙ্গোপসাগর থেকে ফের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী।বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারটি আটক করা হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারে প্রায় দেড় মেট্রিক টন টুনা ফিশ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে ”এফবি এনি ” নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে বুধবার বিকেলে টহলরত নৌবাহিনী। ট্রলারটি সমুদ্র সীমা লঙ্ঘন করে বাংলাদেশি জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল। আটক ট্রলারে ৯ ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকায়। ট্রলারটি বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলার ফেরিঘাটে নিয়ে আসে নৌবাহিনী। এরপর জেলেদেরকে থানায় হস্তান্তর করে।
আটকদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘন আইনে মামলার পর শুক্রবার সকালে জেলহাজতে পাঠানো হবে।
এর আগে গত ১৭ অক্টোবর ১টি, জুলাইয়ে ২টি এবং আগস্ট মাসে ১টি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে নৌবাহিনী।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version