আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। “নেতৃত্ব নির্বাচনে তারুণ্যের অঙ্গীকার: বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ”Ñএই স্লোগানকে সামনে রেখে সনাক সাতক্ষীরা’র ইয়েস গ্রুপ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রচারণা ও দুর্নীতিবিরোধী কর্মসূচির আয়োজন করেছে।
২১ অক্টোবর সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত দিনব্যাপী এই কর্মসূচিতে দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি. এম. আজিজুর রহমান।
প্রধান অতিথি প্রফেসর আব্দুল হামিদ বলেন, “তথ্যের অধিকার নিশ্চিত হলেই স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।” অধ্যক্ষ জি. এম. আজিজুর রহমান বলেন, “জনগণের তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়লে দুর্নীতি কমবে, দেশ এগিয়ে যাবে।” বিকেলে সনাক অফিসে ইয়েস সদস্যদের “যুব ও তথ্যই শক্তি: দুর্নীতি থেকে মুক্তি” শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে ছিল মানববন্ধন, দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।