আহাদুল্লাহ সানা সাতক্ষীরা।। ।
আশাশুনি উপজেলার বড়দল সানা বাড়ির কৃতি সন্তান বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও বড়দল সানা বাড়ি জামে মসজিদের সভাপতি মাস্টার মাহফিজুল ইসলাম সানা গতকাল  মঙ্গলবার সকাল সাত ঘটিকায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি,,,,, এলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দুই কন্যা এক পুত্র ওই এক স্ত্রী সহ বহু আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী গুনগ্রাহী রেখে গেছেন।গতকাল দুপুর দুই টা ত্রিশ মিনিটে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বড়দল কলেজিয়েট স্কুলের মাঠ প্রাঙ্গনে এবং দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়  আসর বাদ তার পারিবারিক কবরস্থানে এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। তার মৃত্যুতে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা বেসরকারি শিক্ষক সমিতি প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, সমাজ সেবক আব্দুল গফুর সানা, বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বাবলুর রহমান, বাইনতলা  আর সি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা, বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা এইচ মমতাজ হেলেন, গোয়ালডাঙা ফকির বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, ইউনাইটেড  মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, চাঁদখালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক  খাইরুল ইসলাম, বড়দল দারুসুন্নাহ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার আনারুল ইসলাম, বিএনপি নেতা মাসুদ সানা, উজ্জ্বল সানা সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা,প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহ মোল্লা  প্রমুখ।তার জানা যায় শত শত মানুষ অংশগ্রহন করেন।





Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version