জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, এসআই ফিরোজ, ডাঃ প্রসূন কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বিএনপির নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, মাওঃ আবু বক্কর ছিদ্দিক, পলাশ, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, প্রেস ক্লাব সভাপতি এসকে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ১৪ ডিসেম্বর শহীদদের কবর জিয়ারত, পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনী, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৮.৩০ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, ৯ টা আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা উদ্বোধন, ৯.৩০ টায় কুচকাওয়াজ, ডিসপ্লে, ১০.৩০ টায় মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, সুবিধামত সময়ে মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, ৩.৩০ প্রীতি ফুটবল ম্যাচ, ৫.৩০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version