জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। 
জানাগেছে, বেশ কিছুদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচিত মানুষের কাছে সেনা বাহিনীর কর্ণেল বা মেজর পরিচয় দিয়ে নানা অপরাধের কথা বলে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছে একটি চক্র। চক্রটি মোবাইলের একাধিক সিমকার্ড ব্যবহার করে এ কারবার করে আসছে। এমাসের প্রথম দিকে এমনই একটি ঘটনা ঘটে শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামে। গোদাড়া গ্রামের মৃত আকলেচুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমানের কাছে সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর মামুন পরিচয় দিয়ে চক্রটি ০১৯১৮৮৬৫১৬৫ নং সিম ব্যবহার করে ফোন করে। তাকে মার্ডার মামলায় গ্রেফতারসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৬/১২, ৭/১২ ও ৮/১২ তাং ৩ দফায় ১৭ হাজার ৫০০ টাকা আদায় করে। টাকা ০১৭৬৪২০৮৯৭৪ নং সিমে টাকাগুলো গ্রহন করে। একই চক্র বড়দল গ্রামের কপিল চন্দ্র মন্ডলকে ০১৩৩৮৭৭১৪৯১ নং সিম থেকে কথা বলে। নিজেকে সাতক্ষীরা সেনা ক্যাম্প কমান্ডার কর্ণেল আতিক পরিচয় দিয়ে মোটা অংকের ত্রাণ দেওয়ার প্রলোভন দেখায় এবং ০১৬২৫৯৬৫৩৮৪ নং সিমে ২৫০০ টাকা আদায় করে নেয়। এদিকে কাদাকাটি গ্রামের আলহাজ্ব ডাঃ গাউছুল হকের কাছে ০১৯১৮৮৬৫১৬৫ সিম দিয়ে কথা বলে। এসময় তার কাছে ১৫০০০ টাকা দাবী করে। এবং ০১৭৬৪২০৮৯৭৪ নং সিমে টাকা দিতে বলে। একই ভাবে আরও অনেকের কাছে একই ভাবে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখনে আইন প্রয়োগকারী সংস্থা ও সেনা বাহিনীর কাছে জোর দাবী জানান হয়েছে।
Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version