জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে পানি সরানোর পথে মাটির বাঁধের কাজে বাধা দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৬ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শফিকুল মোল্যাসহ অন্যরা জানান, কাদাকাটি ইউনিয়নের রাধাবল্লভপুর গ্রামের পানি বহুদিন যাবৎ মন্টু সাহেবের ঘেরের সামনে ওয়াপদার বাঁধের পাশ দিয়ে নিস্কাশন হয়ে থাকে। স্থানীয় জাকির হোসেন, জয়নাল, আজগর, আয়জুল, মিজর, সবুজ গোলদার, কামরুল ইসলামসহ ২০/২৫ জন ১৫/১৬ দিন পূর্বে পানি সরানোর পথে মাটির বাঁধ দিয়ে আটকানোর কাজ করছিল। সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌছে কাজ বন্দ করে দিয়েছিলেন। বুধবার সকাল ১০ টার দিকে তারা পুনরায় বাঁধের কাজ করছিল। গ্রামের লোকজন কাজে বাধ সাধলে প্রতিপক্ষ লোহার রড, শাবল, বাঁশের লাঠি, রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমন করলে ১৩ জন আহত হয়। গুরুতর আহত শফিকুল মোড়ল, মর্জিনা খাতুন, কুলসুম বিবি, খোকনের স্ত্রী, ১১ বছরের শিশু হযরত মোড়ল, মোসলেমা খাতুনকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


