ঝিনাইদহ প্রতিনিধি।। আত্মর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ ঝিনাইদহ বাল্যবিবাহ প্রতিরাধ বিষয়ক সচতনতামূলক সভা অনুষ্ঠিত হয়ছ।

বুধবার (১০ ডিসেম্বর)   সকাল শহরর পাবলিক লাইব্ররির পদ্মা ট্রনিং সটার বেসরকারি সংস্া সারভিস এন্ড ভিশন ফর এডিফাই (সইভ) এ সভার আয়াজন কর।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন ঝিনাইদহ প্রসক্লাবর সাবক সভাপতি এম রায়হান। বিশষ অতিথি হিসব উপস্তি ছিলন ঝিনাইদহ প্রসক্লাবর সভাপতি আসিফ কাজল, আহমদ নাসিম আনসারী, পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান। অনুষ্ঠান মূল প্রবন্ধ উপস্াপন করন সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সইভ) এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা।
সভায় বক্তারা বলন, “বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা হলও এর মূল ভিত্তি মানবাধিকারর লঘন। একজন কিশারী যখন নিজর ভবিষ্যৎ নিয় সিদ্ধাত্ম নিত পার না, তখন থকই তার অধিকার ক্ষুণ হয়। গার্ল পাওয়ার প্রজক্ট কিশারীদর আত্মবিশ্বাস, নতত্ব ও সুরক্ষা নিশ্চিত করতই কাজ করছ।
তারা আরও বলন, কিশারীদর ওপর সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরাধ জনসচতনতা বদ্ধির বিকল্প নই। কিশারীদর অধিকার সম্পর্ক পরিবার, সমাজ ও দায়িত্বশীল ব্যক্তিদর অবগত হত হব। সমাজ কিশারীদর শিক্ষার সুযাগ ও স্বপর কথা কউ গুরুত্ব দিত চায় না। কি সচতন নাগরিকরা ঐক্যবদ্ধ হল কিশারীদর অধিকার নিশ্চিত করা সম্ভব। এ ছাড়া সরকারি বসরকারি উদ্যাগর মাধ্যম মানবাধিকার ও কিশারীদর অধিকার নিশ্চিতকরণ কার্যকর ভমিকা নিত হব।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version