জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনির দরগাহপুর ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দরহাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জি এম ইসলাম উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে। আশাশুনিতে ইকোনমিক জোন সৃষ্ঠি করবো। মানিকখালী ব্রীজের টোল ফ্রি করবো। এক বছরে সকল রাস্তা পাকা করবো। তাঁত ও কুঠির শিল্প গড়ে তুলবো। স্টেডিয়াম করে সকল ধরনের খেলাধূলার ব্যবস্থা করা হবে। নির্বাচিত হতে পারলে হোসেনপুরে প্রথম রাস্তা করা হবে।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও প্রফেসর মাসুদ করিমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম হেদায়েতুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, তুহিন উল্লাহ তুহিন, আজহারুল ইসলাম মন্টু, মহিলা দল নেত্রী ডাঃ মর্জিনা খাতুন বেবী, পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারী প্রীতিশ রায়, দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম, নজিবুল ইসলাম, মোজেল হোসেন, জুলফিকর আলী ভুট্টো প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি সমাবেশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

