তেরখাদা প্রতিনিধিঃ সোমবার  (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী নেতাকর্মী, পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরম্প ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসান, পূজা উদযাপন পরিষদ নেতা নির্মল কুমার অধিকারী, আজগড়া ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংকর কুমার বালা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর তেরখাদা ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ লিটন, মডেল মসজিদের ইমাম মাওলানা তোরাব আলী, সন্তোষ কুমার বিশ্বাস। সভায় প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী সে যেই হোক তাকে আইনের কাঠ গড়ায় দাড় করানো হবে। কবিরুল ইসলাম বলেন, পুজা চলাকালীন সময়ে প্রতিটা পূজা মন্দিরে তাদের নেতাকর্মীরা পাহারা রত থাকবে বলে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতা কর্মীদের আশ্বস্ত করেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version