জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনির ছেলে অর্ণব শারার লাদিফ জাতীয় দলের এয়ার রাইফেল প্রতিযোগিতায় আবারও গোল্ড মেডেল পেয়েছেন। এনিয়ে তিনি সর্বোচ্চ ৫ম বার জাতীয় ভাবে স্বর্ণপদক পেলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও আশাশুনির চাপড়ার অধিবাসী এড. আলিফ হোসেনের ছেলে লাদিফ ইতিপূর্বে জাতীয় পর্যায়ে পরপর পাঁচবার স্বর্ণপদক পেয়েছেন। এছাড়া জাপানে অনুষ্ঠিত এশিয়া গেমসে সিলভার পদক, আর্জেন্টিনায় অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে একমাত্র কোটা অর্জনকারী স্বর্ণপদক, ব্রাজিলে অনুষ্ঠিত গেমসে রৌপ্য পদক অর্জন করেন। এছাড়া দেশ-বিদেশে অনেক পদক প্রাপ্ত হয়েছেন। আগামী ২০২৮ আমেরিকা  অলিম্পিকের বাংলাদেশ জাতীয় দলের  নির্বাচিত প্লেয়ার হিসেবে তিনি নিয়মিত প্র্যাকটিস করছেন। এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে প্লেয়ার হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version