মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহের কালীগঞ্জে একযোগে অভিযান চালিয়ে অবৈধ মাছ ধরার জাল ধ্বংস ও মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার রায়গ্রাম ইউনিয়নের বোয়ালিয়া বিলে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শাহীন আলম।
অভিযানে ২০টি চায়না দুয়ারি জাল (প্রায় ৪০০ মিটার) জব্দ করে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পৃথকভাবে পরিচালিত মোবাইল কোর্টে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–২০১৮” অনুযায়ী ৫ জনকে যথাক্রমে ২ মাস, ৩ মাস, ৬ মাস, ৬ মাস ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, এসব অভিযান চলমান থাকলে মাদক ও অবৈধ মাছ ধরার প্রবণতা অনেকটা কমে যাবে বলে আশা করা হচ্ছে।