✪ আরিফ আহমেদ মুন্না ➤।। ‘সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’-এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের মুলাদী উপজেলায় কমিটি গঠন করেছে। বুধবার (১৫ অক্টোবর) মুলাদী উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কণ্ঠভোটের মাধ্যমে মুলাদী উপজেলায় ওই দ্বি-বার্ষিক সুজন কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন সংক্রান্ত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা সুজন সম্পাদক রণজিৎ দত্ত, বাবুগঞ্জ উপজেলা সুজন সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না এবং সুজন বন্ধু (ইয়ুথ) টিমের বরিশাল জেলা সমন্বয়কারী মোঃ হাদিউজ্জামান।
সুজন মুলাদী উপজেলা আহবায়ক হুমায়ুন কবির খানের (খান কবির) সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মুলাদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও কবি আতিকুর রহমান মিরন। এসময় আহবায়ক কমিটির সদস্য ও স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মুলাদী বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান, সুজন কমিটির সদস্য সচিব সাবেক পুলিশ কর্মকর্তা শেরদিল পালোয়ান, আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন হাওলাদার ও জসিম উদ্দিন।
মতবিনিময় সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আহবায়ক কমিটি বিলুপ্ত করে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটের মাধ্যমে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১’এর সাবেক সভাপতি হুমায়ুন কবির খানকে (খান কবির) সভাপতি এবং মুলাদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরনকে সম্পাদক নির্বাচিত করে মুলাদী উপজেলা সুজন কমিটি ঘোষণা করা হয়। এসময় সাবেক পুলিশ কর্মকর্তা শেরদিল পালোয়ান সিনিয়র সহ-সভাপতি এবং ব্যবসায়ী নেতা রিয়াজুল ইসলাম বাকু কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নবনির্বাচিত সুজন নেতৃবৃন্দের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন বরিশাল জেলা সুজন সম্পাদক রণজিৎ দত্ত। নবনির্বাচিতদের আগামী ৩ কর্মদিবসের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় প্রেরণের নির্দেশনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। #